National

বিদেশ থেকে ফিরল শতাব্দী প্রাচীন অন্নপূর্ণা বিগ্রহ, মন্দিরে এল রূপোর পালকিতে

১০৮ বছর আগে দেবী অন্নপূর্ণার বিগ্রহটি চুরি হয়েছিল। তারপর তা দেশের সীমা পার করে পৌঁছে যায় বিদেশে। ১০৮ বছর পর খোঁজ মিলল তার। ফেরত এল বিদেশ থেকে।

১০৮ বছর আগের কথা। তখন কাশী থেকে একটি অমূল্য দেবী অন্নপূর্ণার বিগ্রহ চুরি যায়। তারপর আর তার কোনও খোঁজ ছিলনা। চোরাচালানকারীরা তা বিদেশে বিক্রি করে দেয়।

বিদেশে ভারতের বহু অনন্য শিল্পকীর্তিই বিক্রি হয়ে গেছে। এটিও তার একটি। কানাডায় অবশেষে এই ১০৮ বছর পর তার খোঁজ পাওয়া যায়। তারপরই তা ভারতে ফেরত আনার বন্দোবস্ত করা হয়। শতবর্ষ পার করে যা ফের কাশীতে ফেরত আসে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সোমবার সাড়ম্বরে সেই বিগ্রহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে নিয়ে আসেন কাশী বিশ্বনাথ মন্দিরে। একটি রুপোর পালকিতে করে মন্ত্রোচ্চারণের মধ্যে দেবী অন্নপূর্ণার এই প্রাচীন মূর্তি আসে মন্দিরে।

বিশ্বনাথ মন্দির চত্বরের ঈশান কোণে দেবী অন্নপূর্ণার আলাদা একটি মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বিশেষ পূজা ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যথাযথ নিয়ম পালনের মধ্যে দিয়েই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

মন্দির সংস্কারের জন্য মন্দিরের যে আরও ৫ বিগ্রহ সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিগ্রহদেরও এদিনই ফের প্রতিষ্ঠিত করা হয় মন্দিরে।

পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ। ২ দিনের সফরে তিনি বারাণসীতে এসেছেন। আরও বেশ কিছু প্রকল্প কতদূর এগিয়েছে তারও খোঁজখবর নেন তিনি। ঘুরে দেখেন কাজকর্ম কেমন চলছে। যার মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের কাজও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *