National

দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

বলিউডের সুপারহিট সিনেমা হাম দিল দে চুকে সনম-এর বাস্তব রূপায়ণ দেখলেন মানুষজন। স্ত্রীর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী।

গত মে মাসে বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল পঙ্কজের। ২ পরিবারও খুশি ছিল এই বিয়েতে। পঙ্কজ নিজেও খুশি ছিলেন। স্ত্রীকে তাঁর পছন্দও হয়েছিল। বিয়ে মিটে যায় আনন্দ করে। কিন্তু সমস্যা শুরু হয় স্ত্রী কোমল শ্বশুরবাড়িতে আসার পর থেকে।

পঙ্কজ লক্ষ্য করেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কারও সঙ্গে ভাল করে কথা বলছেন না। মনমরা হয়ে থাকেন। এমনকি তাঁর থেকে দূরত্ব রেখে চলেন কোমল।

প্রথমদিকে বুঝতে পারেননি কেন কোমল এমন করছেন। মনে হয়েছিল নতুন পরিবারে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। কিন্তু ভুল ভাঙে কিছুদিন আগে। পঙ্কজকে কোমল খোলাখুলি জানান তিনি পিন্টু নামে একটি ছেলেকে পছন্দ করেন। আর তাঁকেই তিনি বিয়ে করতে চান।

পঙ্কজ একথা শোনার পর তাঁর শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন। সবে বিয়ে হওয়া মেয়ের এমন কথা শুনে কোমলের বাবা-মা সহ পরিবার কোমলকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোমল নাছোড় জিদ ধরে থাকেন।

অগত্যা বিষয়টি পারিবারিক আদালতে যায়। সেখানে পঙ্কজ, কোমল, পিন্টু ও ২ পরিবারে লোকজন হাজির ছিলেন। সেখানেও কোমল সাফ জানিয়ে দেন তিনি পিন্টুর সঙ্গেই জীবন কাটাতে চান।

এই ঘটনার পর একটি বেসরকারি সংস্থায় কর্মরত পঙ্কজ স্থির করেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দেবেন। সেইমত গত শুক্রবার তিনি কোমল ও পিন্টুর বিয়ে দেন। বিয়ের সব আয়োজন থেকে খরচাপাতি সবই তিনি করেন।

আইনজীবী ডেকে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও পিন্টুর সঙ্গে আইনত বিয়েও দেওয়ার ব্যবস্থা করেন পঙ্কজ। পিন্টুর সঙ্গে কোমলের বিয়েতে উপস্থিত ছিলেন ২ পরিবারের মানুষও।

দাঁড়িয়ে থেকে ৫ মাস আগে বিয়ে করা স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে পঙ্কজ এখন এলাকায় সুপরিচিত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *