National

ডেঙ্গি, ম্যালেরিয়া সামাল দিতে মাছেই ভরসা রাখছে প্রশাসন

ডেঙ্গি বা ম্যালেরিয়ার মত রোগ ছড়াতে শুরু করেছে। তাই তা রুখতে এবার ৭ হাজার মাছ ছাড়তে চলেছে একটি জেলার প্রশাসন।

ডেঙ্গি ও ম্যালেরিয়া ছড়াচ্ছে হুহু করে। আর এই ২ রোগই মশাবাহিত। ক্রমশ মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় চিন্তায় পড়ে আমরোহা জেলা প্রশাসন। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু হয়।

পদক্ষেপ করা হয় চেনা পরিচিত পদ্ধতির। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা জানিয়ে আসেন কেউ যেন বাড়িতে জল জমতে না দেন। পরিস্কার জল এক জায়গায় জমলে সেখানে মশা ডিম পাড়ে।

তাই সবাই যেন জল ফেলে দেন। কিন্তু তাতেই কেবল ভরসা রাখতে পারছেনা প্রশাসন। তাই তারা এবার ৭ হাজার মাছ ছাড়ার পরিকল্পনা করেছে।

কী মাছ ছাড়বে তারা? আমরোহা প্রশাসন স্থির করেছে তারা ৭ হাজার মশা মাছ ছাড়বে। মশা মাছ এই মাছের চলতি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম গাম্বুশিয়া।

এই মাছ কিন্তু কোনও পুকুর বা জলাশয়ে ছাড়া হবে না। ছাড়া হবে আমরোহার বিভিন্ন এলাকার নর্দমায়! যেসব এলাকায় মশা বাহিত রোগের প্রাদুর্ভাব বেশি সেখানে বেশি করে ছাড়া হবে এই মাছ।

গাম্বুশিয়া মাছ নর্দমায় বেড়ে ওঠা মশার লার্ভাগুলিকে খেয়ে ফেলে। তাতে মাছগুলির খাবারও হবে আবার ডেঙ্গি, ম্যালেরিয়া ছড়ানোর মত মশাও আর নতুন করে জন্ম নেওয়ার সুযোগ পাবে না।

উত্তরপ্রদেশের আমরোহা জেলাতেই গত দেড় মাসে ৩০০ জনের ভাইরাল জ্বর, ১৭ জনের ম্যালেরিয়া ও ৩২ জনের ডেঙ্গি ধরা পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *