National

দুর্গাপুজো উদ্যোক্তাদের জন্য নতুন আইডিয়া দিল গিনেসে ওঠা দাঁত

দুর্গাপুজোয় বাহারি প্যান্ডেল দেখা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয় প্রতিবছর। অনেকটা তেমনই দুরন্ত প্যান্ডেলের আইডিয়া দিল গিনেস বুকে নাম তোলা একটি স্থাপত্য।

দুর্গাপুজোর প্যান্ডেল বললে খুব ভুল হতনা। দুর্গাপুজোয় ঠাকুর দেখা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে থাকে প্যান্ডেল দেখার ওপর। মানুষের সেই আকর্ষণকে আরও চমকপ্রদ করতে বছরভর পরিশ্রম করেন সৃজনশীল মানুষজন।

এবার কিন্তু দুর্গাপুজোর আগেই তেমন একটা চমক দিয়ে দিল ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিজ। তাও আবার কলকাতায় নয়, সুদূর মুম্বইতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেখানে তারা একটি দাঁতের আদলে স্থাপত্য দাঁড় করিয়েছে। যা তৈরি হয়েছে ৮০ হাজার টুথব্রাশ দিয়ে। ৪০ ফুটের এই স্থাপত্য রঙিন হয়ে উঠেছে টুথব্রাশের রংয়ে। হুবহু একটি দাঁতের আদলে তৈরি হয়েছে এই স্থাপত্য। যা রাখা হয়েছে নবি মুম্বইয়ের তারনা ডেন্টাল কলেজের সামনে।

এই স্থাপত্য দেখতে যেমন সুন্দর তেমনই তার রেকর্ড সৃষ্টিকারী ক্ষমতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে এই দাঁত।

গিনেসের তরফে জানানো হয়েছে বিশ্বে এটাই টুথব্রাশ দিয়ে তৈরি সবচেয়ে বৃহৎ স্থাপত্য যা দেহের একটি অংশের আদলে তৈরি হয়েছে। জানা গেছে এই স্থাপত্যটি ১ বছর সকলের দেখার জন্য রাখা থাকবে।

দুর্গাপুজোর আগেই এমন একটি স্থাপত্য দেখার পর দুর্গাপুজো কমিটিগুলি কিন্তু ভাবতে শুরু করেছে এমন একটা আইডিয়া আগে পেলে এবারের প্যান্ডেলে এমন একটা চমক দেওয়া যেত।

কলকাতায় ভাঁড়ের প্যান্ডেল যদি হৈচৈ ফেলে দিয়ে থাকতে পারে তাহলে টুথব্রাশের তৈরি প্যান্ডেল হলেও হয়তো তা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *