National

২২ পড়ুয়া কোভিড পজিটিভ, তালা পড়ল স্কুলে

একটি আবাসিক স্কুলের ২২ জন পড়ুয়ার দেহে করোনা ভাইরাস মেলায় আপাতত বন্ধ হয়ে গেল স্কুলের দরজা। স্কুলে করোনা পরীক্ষা হতেই বার হয় এই তথ্য।

গত ২৪ অগাস্ট স্কুলের ২ পড়ুয়ার জ্বর আসে। তাদের করোনার অন্য উপসর্গও দেখা দেয়। দ্রুত স্কুল কর্তৃপক্ষ তাদের ২ জনের আরটি-পিসিআর টেস্ট করান। তাতে দেখা যায় ২ জনই করোনা পজিটিভ।

এই তথ্য সামনে আসার পরই পুরসভার তরফে স্কুলের ৯৫ জন আবাসিক ছাত্রের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করানো হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রিপোর্ট সামনে আসতে আরও ভয়াবহ চিত্র সামনে আসে। দেখা যায় ৯৫ জনের মধ্যে ২২ জন ছাত্র কোভিড পজিটিভ। দ্রুত বাকিদের থেকে তাদের আলাদা করে দেওয়া হয়।

এই ২২ ছাত্রের মধ্যে আবার ৪ ছাত্রের বয়স ১২ বছরের নিচে। বাকিরা ১২ বছরের ওপর। ১২ বছরের নিচের ৪ ছাত্রকে শিশুদের কোভিড সেন্টারের নিয়ে যাওয়া হয়। ১২ বছরের ওপরের কিশোরদের নিয়ে যাওয়া হয় মাজাগাঁওয়ের একটি কোভিড কেয়ার সেন্টারে।

মুম্বই শহরের ডোঙ্গরি এলাকায় রয়েছে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড অরফানেজ। এই স্কুলের সব ছাত্রই আবাসিক। এখানেই ২ ছাত্রের দেহে করোনা পাওয়া যাওয়ায় দ্রুত স্কুলের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে মুম্বইয়ের কান্দিভালিতেও একটি হাউজিং সোসাইটিতে বসবাসকারী ১৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এঁদের মধ্যে আবার ৫ জনের দেহে রয়েছে ডেল্টা প্লাস ধরণ।

বিষয়টি সামনে আসার পরই বৃহন্মুম্বই পুরসভা হাউজিং সোসাইটিটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে। প্রসঙ্গত মহারাষ্ট্রে মৃত্যু ও সংক্রমণ কিন্তু কেরালা ছাড়া দেশের অন্য রাজ্যের থেকে অনেক বেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *