National

জোড়ে পার্কে ঢুকতে পারবেননা অবিবাহিত ছেলেমেয়েরা, তোপের মুখে কর্তৃপক্ষ

অবিবাহিত হলে ছেলেমেয়ে একসঙ্গে পার্কে প্রবেশ করতে পারবেননা। এমন এক ফতোয়া ব্যানারের বিরুদ্ধে প্রবল তোপের মুখে পড়তে হল পার্ক কর্তৃপক্ষকে।

পার্কে ছেলেমেয়েরা প্রেম করতে ঢুকে অশালীন কাজকর্ম করছেন। বিষয়টি নজরে পড়ে পার্ক কর্তৃপক্ষেরও। এমনকি পার্ক কর্তৃপক্ষের কাছে আশপাশের বাড়ি থেকেও অভিযোগ জমা পড়েছিল।

তাই পার্কে প্রেম করা বন্ধ করতে পার্কের বাইরে ব্যানার টাঙিয়ে পার্ক কর্তৃপক্ষ জানিয়ে দেয় অবিবাহিত হলে জোড়ে পার্কে ঢোকা মানা। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন তৈরি হয়। প্রবল তোপের মুখে পড়ে পার্ক কর্তৃপক্ষ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিভিন্ন মহল থেকে পার্ক কর্তৃপক্ষের এই নীতি পুলিশ মানসিকতার সমালোচনা শুরু হয়। যাতে বেকায়দায় পড়ে কর্তৃপক্ষ। অবশেষে এত চাপ আর সহ্য করতে পারল না তারা। রাতারাতি সরল সেই বিতর্কিত ব্যানার।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হুসেন সাগর লেক সংলগ্ন ইন্দিরা পার্কে। ইন্দিরা পার্কে মানুষ ঘুরতে আসেন। এই পার্ক সদ্য মনের বন্ধনে জড়িয়ে পড়া তরুণ-তরুণীদেরও নিশ্চিন্ত ঠিকানা। যেখানে তাঁরা বেশ কিছুটা সময় আলাদা করে কাটাতে পারেন।

সেই রাস্তা বন্ধ হয় পার্ক কর্তৃপক্ষের ব্যানারে। কিন্তু সাধারণ মানুষ থেকে সমাজকর্মী সকলেই এর বিরুদ্ধে সোচ্চার হন। সমাজকর্মী মীরা সঙ্ঘমিত্রা এই পদক্ষেপকে অসাংবিধানিক বলেও ব্যাখ্যা করেন। একে একটি হাস্যকর নিষেধাজ্ঞা বলেও কটাক্ষ করেন তিনি।

এর আগেও অবশ্য হুসেন সাগর লেকের পাশের একটি অন্য পার্কে জোড়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। সেখানে আবার পার্ক কর্তৃপক্ষ জানায় কেবল ১৪ বছরের কম বয়সী ও তাদের সঙ্গে থাকা ব্যক্তি পার্কে প্রবেশ করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *