National

ছেলেকে কিডন্যাপ, নিজের সাজানো জালে নিজেই জড়াল এক ব্যক্তি

পুরো কাহিনি তার রচিত। নিজেই সবটা সাজিয়েছিল। গুলি, কিডন্যাপ সবই ছিল তার গল্পে। পুলিশও প্রথমে ধোঁকা খায়। তারপর সব পরিস্কার হয়।

সিনেমার চিত্রনাট্যও হয়তো এতটা টানটান হয়না। এক ব্যক্তি পুলিশের কাছে রক্তাক্ত অবস্থায় হাজির হয়। অভিযোগ করে রিয়াজ নামে এক যুবক তাকে গুলি করে তার ৮ বছরের ছেলেকে কিডন্যাপ করে পালিয়েছে। তার হাতে গুলি লেগেছে।

পুলিশ দ্রুত ওই ব্যক্তির অভিযোগ নেয়। এফআইআর হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তারপর অভিযোগক্রমে গ্রেফতার করে রিয়াজকে। কিন্তু রিয়াজকে গ্রেফতার করার পর পুলিশের মনে সন্দেহের মেঘ জমে।

পুলিশ রিয়াজকে গ্রেফতার করার পর তাঁর শারীরিক পরীক্ষায় দেখা যায় যে তিনি ৮০ শতাংশ প্রতিবন্ধী। এমনকি তাঁর নিজে থেকে কিছু করার ক্ষমতাও প্রায় নেই। গুলি চালিয়ে কিডন্যাপ তো দূরের কথা।

পুলিশ বুঝতে পারে পুরো ঘটনা সাজানো। এরপর তদন্ত অন্য পথে মোড় নেয়। অভিযোগকারী জয়পাল সিংকেই এবার পাল্টা চেপে ধরে পুলিশ। জেরায় পুলিশ জানতে পারে আসলে জয়পাল সিং নিজেই পুরোটা সাজিয়েছিল রিয়াজকে ফাঁসাতে।


রিয়াজের কাছ থেকে মোটা টাকা ধার করে জয়পাল শোধ করছিল না। ফলে তার ওপর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ বাড়াচ্ছিলেন রিয়াজ। এই চাপ থেকে মুক্তি ও রিয়াজকে শ্রীঘরে পাঠানোর ছক কষে জয়পাল।

সে নিজেই নিজের ছেলেকে একটি জায়গায় লুকিয়ে রাখে। তারপর নিজেই নিজের হাতে গুলি করে। ওই অবস্থায় হাজির হয় পুলিশের কাছে।

পুলিশের কাছে পুরো ঘটনা পরিস্কার হয়ে যাওয়ার পর গোপন স্থান থেকে জয়পালের ছেলেকে উদ্ধার করে পুলিশ। জয়পালের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

জয়পালকে গ্রেফতার করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button