National

মুখ্যমন্ত্রীত্ব থেকে প্রিয় নেতার পদত্যাগ, মানতে না পেরে চরম পদক্ষেপ

মুখ্যমন্ত্রী পদ থেকে প্রিয় নেতার পদত্যাগ মেনে নিতে পারলেননা তাঁর এক অনুরাগী। নিলেন চরম পদক্ষেপ। ট্যুইট করলেন তাঁর প্রিয় নেতা।

প্রিয় নেতার পদত্যাগ যে তাঁকে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল তা মেনে নিচ্ছেন তাঁর পরিবারের সকলে। এটাও জানাচ্ছেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে বিএস ইয়েদুরাপ্পার পদত্যাগ তাঁকে এতটাই মর্মাহত করে যে তিনি খবরটা শোনার পর নিজেকে একটি ঘরে বন্দি করে ফেলেন।

এভাবেই একটা দিন ছিলেন তিনি। ৩৫ বছরের রবি রাচাপ্পা যে ইয়েদুরাপ্পার অন্ধ ভক্ত তা মেনে নিচ্ছেন তাঁর গ্রামের মানুষজনও।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একদিন নিজেকে ঘরে বন্ধ রাখার পর পরদিন তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Bookanakere Siddalingappa Yediyurappa
ফাইল : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, ছবি – আইএএনএস

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পর পুলিশের প্রাথমিক অনুমান ইয়েদুরাপ্পার পদত্যাগ কিছুতেই মেনে নিতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নেন রবি। যদিও দিনমজুরের কাজ করা রবি লেখাপড়া জানতেন না। ফলে তাঁর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে তিনি কিছুটা টাকা ধারও করেছিলেন। সেটাও আত্মহত্যার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটাই কারণ হলে ইয়েদুরাপ্পার পদত্যাগে মর্মাহত হয়ে একদিন নিজেকে ঘরে বন্ধ রাখা এবং তারপর দিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার একটাই ইঙ্গিত বহন করছে। রবি হয়তো ইয়েদুরাপ্পার পদত্যাগ মেনে নিতে পারলেন না।

এদিকে ঘটনার পর ইয়েদুরাপ্পা ট্যুইট করে জানান, রবির ভালবাসা তাঁকে ছুঁয়ে গেছে। তবে জীবনে ওঠাপড়া আছে। তাঁর ভক্ত বলে কেউ যেন এমনটা করার কথা না ভাবেন। এটা সঠিক কাজ নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More