National

এক ধাক্কায় অনেকটা কমে দেশে ৪ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

দেশে এক ধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক সংক্রমণ। গত ৪ মাসে দৈনিক সংক্রমণ এতটা নিচে নামেনি। এদিন উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যুও।

দেশে দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমেছে।

গত ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ রেকর্ড হয়েছে গত একদিনে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩০ হাজার ৯৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৭ লক্ষ ৯২ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৩ লক্ষের ওপর বেড়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনে মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। ৪০০-র নিচে নেমেছে। মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

মহারাষ্ট্রে বহুদিন পর একদিনে মৃতের সংখ্যা ২ অঙ্কে নামল। এদিন ২টি রাজ্য কর্ণাটক ও হিমাচল প্রদেশে মৃত্যু সংখ্যার অডিট হওয়ায় সেখানে অনেক বেড়েছে মৃত্যু।

তবে সে মৃত্যু আগেই হয়েছিল। যা তখন মোট সংখ্যায় যুক্ত হয়নি। এছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু সংখ্যা।

এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৫ হাজার ৫৩৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১.৩০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৩৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More