National

দেশে ৪ লক্ষ পার করল মৃত্যু, ৯৭ শতাংশে সুস্থতা

দেশে করোনায় মৃত মানুষের সংখ্যা ৪ লক্ষ পার করল। এদিন দৈনিক হিসাবে অবশ্য করোনায় মৃত্যু কমেছে। দেশে সামান্য কমেছে সংক্রমণও।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ এখন ৫০ হাজারের নিচে গিয়ে ওঠা নামা বজায় রেখেছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৬ হাজার ৬১৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৮ লক্ষ ৮০ হাজার ২৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। ফের হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।

এদিন দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ পার করল। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫২ জনের। কেরালায় মারা গেছেন ১২৪ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১০২ জনের। এই ৩ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৬২০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬৭ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৩৮৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০১ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More