National

নর্দমা থেকে জঞ্জাল তুলে ঢালা হল ঠিকাদারের মাথায়

নর্দমা থেকে জঞ্জাল তুলে নিয়ে আসছেন ২ জন। তারপর সব জঞ্জাল ঢেলে দেওয়া হচ্ছে এক ব্যক্তির মাথায়। পুরো বিষয়ের তদারকি করছেন স্থানীয় বিধায়ক। ভিডিও ভাইরাল।

বিধায়ক খবর পান যে তাঁর এলাকার বড় অংশ টানা বৃষ্টিতে বানভাসি চেহারা নিয়েছে। খবর পেয়ে হাজির হন জল জমা এলাকায়।

কেন জল জমেছে? সে খবর নিতে গিয়ে তিনি দেখেন এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা। নর্দমা ও ড্রেন সেভাবে সাফ না হওয়ায় সেখানে প্রচুর আবর্জনা জমে আছে। আর তারজন্য জল বার হতে পারছেনা।

কার দায়িত্ব ছিল নর্দমা সাফাইয়ের? বিধায়ক জানতে পারেন এক ঠিকাদারের দায়িত্বে ছিল এলাকার নর্দমা সাফাইয়ের কাজ। ডেকে পাঠানো হয় ওই ঠিকাদারকে।

ঠিকাদার আসতেই বিধায়ক নির্দেশ দেন জমা জলের ওপর তিনি যেন বসে পড়েন। বিধায়কের নির্দেশ মেনে নর্দমার ধারে জমা জলের ওপর বসতে বাধ্য হন ওই ব্যক্তি।

এবার বিধায়ক ২ জনকে নির্দেশ দেন তাঁরা যেন নর্দমা থেকে জঞ্জাল সাফ করে সে সব জঞ্জাল ওই ঠিকাদারের মাথায় ঢেলে দেন।

বিধায়ক নির্দেশ দিয়েছেন। ফলে দ্রুত পালন করা হয় নির্দেশ। নর্দমা ও ড্রেন থেকে যাবতীয় আবর্জনা তুলে এনে ঢেলে দেওয়া হতে থাকে ঠিকাদারের ওপর। সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমে যায়।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্ডিভলি এলাকায়। সেখানকার বিধায়ক শিবসেনার দিলীপ লান্দে। তিনিই এই নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, তাঁর এলাকার মানুষ তাঁকে ভোটে জিতিয়েছেন। ফলে এটা তাঁর দায়িত্ব যে তাঁদের সমস্যা দেখা।

ঠিকাদার জঞ্জাল সাফ না করায় দিলীপ লান্দের এলাকা বানভাসি হয়েছে। তাই ঠিকাদারকে এভাবে শাস্তি দেওয়া হল বলে জানিয়েছেন দিলীপ লান্দে। ঠিকাদারকে জঞ্জাল দিয়ে স্নান করানোর ভিডিও এখন ভাইরাল।

Show More