National

ব্রিজ থেকে নদীতে করোনা রোগীর দেহ ফেলে বিপাকে পরিবার

নদীতে করোনা রোগীর দেহ ভেসে আসছিল গত কদিনে। তারপরেও এক করোনা রোগীর দেহ নদীতে ফেলার সময় লুকিয়ে উঠল ছবি। আর তাতেই বিপাকে ওই রোগীর পরিবার।

গঙ্গার বিভিন্ন পাড়ে একের পর এক দেহ ভেসে এসে আটকে পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে হৈচৈ পড়ে গিয়েছিল। করোনা রোগীর দেহ এভাবে নদীর জলে ভাসিয়ে দেওয়া বন্ধ করতে উঠেপড়ে লাগে প্রশাসন। কিন্তু তাতেও যে সকলের টনক নড়েনি তা ফের একবার প্রমাণ হল।

রাপ্তি নদীর ওপর থাকা ব্রিজ থেকে এক করোনা রোগীর দেহ নদীর জলে ফেলছিলেন তাঁর পরিবারের ২ জন। সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ওখান দিয়ে যাওয়া এক গাড়ির আরোহী ভিডিও করেন দেহ ফেলার ঘটনাটি। তারপরই তা কার্যত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি পিপিই কিট পড়ে আছেন। অন্যজন অবশ্য সাধারণ পোশাকেই। ২ জনে একটি দেহ প্লাস্টিকের প্যাকেট থেকে বার করে ছুঁড়ে দিচ্ছেন নদীতে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। যে ছবি সামনে আসতেই নড়েচড়ে বসে যোগী আদিত্যনাথ প্রশাসন। কড়া নির্দেশ থাকা সত্ত্বেও নদীতে দেহ ফেলার অভিযোগে ওই পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

দেহটি উদ্ধার করে ফের ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More