Kolkata

মুখ ভার করা ভোরে মেঘের গুড়গুড়, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস

সোমবার সকালে কলকাতা সহ আশপাশের কয়েক জেলার মানুষর ঘুমই ভাঙল মেঘে ঢাকা আকাশে। সঙ্গে মেঘের গুড়গুড়। ঠান্ডা হাওয়ায় বদলে গেল গোটা পরিবেশ।

মন ভাল করা মেঘে ঢাকা সকালে ঘুম ভাঙল কলকাতা সহ তার আশপাশের কয়েকটি জেলার মানুষের। ভোরে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঘন মেঘে ঢাকা আকাশে মাঝেমধ্যেই ঝলকে উঠেছে বিদ্যুৎ। গুড়গুড় করেছে আকাশ।

যশ যাওয়ার পর ফের গরমটা টের পেতে শুরু করেছিলেন সকলে। আর ঠিক তখনই সোমবারের ভোরটা একদম বদলে দিল এই মেঘে ঢাকা পরিবেশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আবহাওয়া দফতর সোমবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেয়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও তার আশপাশের অন্য জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের ওপর মেঘের আস্তরণ রয়েছে। ফলে বৃষ্টির পরিবেশ তৈরি। বৃষ্টি শুরুও হয় সকাল থেকে।

মৌসম ভবনের পূর্বাভাস হল এদিনই দেশে প্রবেশ করছে বর্ষা। তবে কেরালা দিয়ে বর্ষার প্রবেশ হলেও পশ্চিমবঙ্গে বর্ষা আসতে আরও কিছুটা সময় লাগে।

তাহলে কী প্রাক বর্ষার বৃষ্টি শুরু হল? এ প্রশ্ন করছেন অনেকেই। তবে সব মিলিয়ে সোমবারের সকালে মেঘে ঢাকা আকাশে মনোরম পরিবেশ উপভোগ করেছেন অনেকেই।

Show More