National

দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

ভারতে দৈনিক সংক্রমণ টানা ৩ দিন পড়ল। যা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে। এদিকে দেশে ৪ হাজারের ঘর ছেড়ে নিচে নামা মৃত্যু ফের ৪ হাজার পার করেছে।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ।

পর পর ৩ দিন দেশে টানা নামল সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন।

এদিন ১৮ লক্ষ ৩২ হাজার ৯৫০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় দেড় লক্ষের মত বেড়েছে নমুনা পরীক্ষা।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ফের ৪ হাজারের ওপর চলে গেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জন। দেশে এখন মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৯৬০ জনের। এছাড়া দিল্লিতে ৩৩৭ জনের, ছত্তিসগড়ে ১২৯ জনের, উত্তরপ্রদেশে ২৮১ জনের, কর্ণাটকে ৩৪৯ জনের, রাজস্থানে ১৪৯ জনের, পঞ্জাবে ২১৬ জনের, উত্তরাখণ্ডে ১৯৭ জনের, তামিলনাড়ুতে ৩০৩ জনের, হরিয়ানায় ১৪৪ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৫৫ হাজার ৩৪৪ জন। দেশে এখন কমে ১৪.৬৬ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে উঠেছেন বেশি মানুষ।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.২৫ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button