National

সংক্রমণ বাড়লেও কিছুটা কমল দৈনিক মৃত্যু

ভারতে দৈনিক সংক্রমণ এদিন আরও বাড়ল। তবে মৃতের সংখ্যা সামান্য হলেও কমেছে। দৈনিক অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধিও এদিন কিছুটা কমেছে।

ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নামার কোনও লক্ষ্মণই নেই। এবার তো দৈনিক সংক্রমণ ৪ লক্ষের দিকে ছুটছে। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে দেশে।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে ঘুরছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৯ লক্ষ ২০ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু কিছুটা হলেও গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন।

মহারাষ্ট্রে মৃত্যু এদিন হাজারের নিচে নেমেছে। মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এছাড়া দিল্লিতে ৩৯৫ জনের, ছত্তিসগড়ে ২৫১ জনের, উত্তরপ্রদেশে ২৯৫ জনের, কর্ণাটকে ২৭০ জনের, গুজরাটে ১৮০ জনের, রাজস্থানে ১৫৮ জনের, পঞ্জাবে ১৩৭ জনের, ঝাড়খণ্ডে ১৪৫ জনের ও তামিলনাড়ুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ১ লক্ষের নিচে নেমেছে এদিন অ্যাকটিভ রোগী বৃদ্ধি। ৮৫ হাজার ৪১৪ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৯০ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৯৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More