২৪ ঘণ্টার ব্যবধানে কুলগামে ২টি ব্যাঙ্কে জঙ্গি হানা

সোমবারের পর মঙ্গলবার ফের কাশ্মীরের কুলগাম জেলায় ব্যাঙ্ক লুঠের ঘটনা ঘটল। সূত্রের খবর এদিন সকালে কুলগামের ইলাকা দেহাতি ব্যাঙ্কের শাখা খোলার কিছু পরে আচমকাই ২ বন্দুকবাজ ব্যাঙ্কে ঢুকে পড়ে। শূন্যে গুলি চালাতে চালাতে ঢুকে পড়া জঙ্গিদের দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্কের ক্যাশ থেকে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই জঙ্গি। তবে এদিন হতাহতের ঘটনা ঘটেনি। গত সোমবারও কুলগামে ব্যাঙ্ক লুঠের ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান দামহাল হাঞ্জি পোরা এলাকা থেকে কুলগাম জেলা হেডকোয়ার্টারে আসছিল। এই সময়ে রাস্তায় ভ্যানটিকে আটকায় একদল জঙ্গি। ভ্যানটি দাঁড়িয়ে পড়লে ভ্যান থেকে প্রহরারত ৫ পুলিশ কর্মী ও ২ ব্যাঙ্ক কর্মচারিকে হিঁচড়ে টেনে নামিয়ে আনে তারা। তারপর রাস্তার ওপর ফেলে গুলি করে তাঁদের হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। যদিও সূত্রের খবর, জঙ্গিরা যে ভ্যান নিয়ে পালায় তাতে কোনও নগদ ছিল না। আগেই তা ফাঁকা করা হয়েছিল। কেবল গাড়িটি ফিরছিল। ঘটনার পর জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ঘটনার দায়ও স্বীকার করে। এদিকে উপত্যকায় এখন ব্যাঙ্ক ডাকাতি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চিন্তিত দিল্লিও।