ভারতীয় সুরক্ষা বাহিনীর গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পুলওয়ামা জেলার পঞ্চগাম গ্রামে। এদিন সকালে রুটিন তল্লাশি অভিযান শুরু করেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। তখনই তাঁরা গোপন সূত্রে খবর পান ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি পঞ্চগাম গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে। দ্রুত গ্রামটি চারদিক থেকে ঘিরে ফেলেন জওয়ানরা। বেগতিক বুঝে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে প্রত্যুত্তর দেন জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মৃত্যু হয় ৩ জঙ্গির। এদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেনার তরফে জানান হয়েছে, এরা সকলেই স্থানীয় বাসিন্দা। এরা হিজবুল মুজাহিদিনের সদস্য হিসাবে কাজ করত।