National

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বারেভি

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার-এর তাণ্ডব এখনও তাজা। ৩টি প্রাণ কেড়েছে নিভার। ধ্বংসলীলা ভয়ানক। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর আগেই ফের ধেয়ে আসছে নতুন ঝড় বারেভি।

নয়াদিল্লি : গত সপ্তাহেই তামিলনাড়ু ও পুদুচেরির ওপর আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। নিভার ৩ জনের প্রাণই শুধু কেড়ে নেয়নি, সেইসঙ্গে বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়েছে। বহু এলাকায় গাছ, ইলেকট্রিক পোল ভেঙে পড়ে। ওই ঘূর্ণিঝড়ের জেরে যে প্রবল বৃষ্টি হয় তাতে বিস্তীর্ণ এলাকা বানভাসি হয়।

খোদ চেন্নাই শহর পর্যন্ত জলের তলায় চলে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে ক্রমে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন মানুষ থেকে প্রশাসন। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও বহু জায়গা বানভাসি। এরমধ্যেই ফের তামিলনাড়ু ও কেরালার জন্য চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে যেমনভাবে নিভার তৈরি হয়েছিল, ঠিক তেমনভাবেই আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ক্রমে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে। বাড়াচ্ছে শক্তি। পুরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি ক্রমে স্থলভাগের দিকে আগুয়ান হবে।

আগামী ২ ডিসেম্বর ঝড়টির শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার কথা। সেই ঝড়ের অংশ ধাক্কা দেবে তামিলনাড়ু ও কেরালাতেও। এখনেও ঝড়টির দাপট পুরোমাত্রায় অনুভূত হতে চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে ওই ঝড়ের সঙ্গে আসতে চলেছে বৃষ্টি। প্রবল বৃষ্টি শুরু হবে এই ঝড়ের হাত ধরে। নিভার-এর জন্য যে তামিলনাড়ুর অনেক জায়গাই এখন বানভাসি, সেই তামিলনাড়ু ফের একটা প্রবল বৃষ্টির সম্মুখীন হতে চলেছে।

সেইসঙ্গে কেরালার ওপরও এই ঝড়ের ঝাপটা পড়বে। ফলে সেখানেও প্রবল বৃষ্টি হবে। এক সপ্তাহের মধ্যে পরপর ২টি ঘূর্ণিঝড় ও তার জেরে প্রবল বৃষ্টির ঝাপটা সামলানো কিন্তু তামিলনাড়ুর জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

বারেভি-র দাপটে দক্ষিণ তামিলনাড়ু ও কেরালায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর ২ দিনই প্রবল বৃষ্টি হবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি আরবসাগরেও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে। বারেভি-র গতিবিধির ওপর কড়া নজর রাখছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *