National

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা। রবিবার এআইএডিএমকে-র বিধায়কদের সংখ্যাগরিষ্ঠের সহমতে তাঁকে মুখ্যমন্ত্রী করা নিশ্চিত হয়েছে। জয়ললিতার মৃত্যুর পর রাতারাতি বিধায়কদের বৈঠকে পনিরসেলভমকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়। পরে জয়ললিতার কাজ মিটে গেলে তাঁর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত শশীকলাকে দলের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়।

এরপর দলের মধ্যেই ২টি ভাগ হয়ে যায়। যাঁরা দীর্ঘদিনের এডিএমকে সদস্য তাঁরা শশীকলাকে মুখ্যমন্ত্রী হিসাবে চান। অন্যদিকে অপেক্ষাকৃত তরুণ প্রজন্ম চান পনিরসেলভমকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে এডিএমকের দলীয় নিয়ম হল যিনি দলের প্রধান হন দল সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনিই হন মুখ্যমন্ত্রী। যেভাবে জয়ললিতা মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় শশীকলা দলের মাতা। অথচ মুখ্যমন্ত্রী পনিরসেলভম।

যদিও এরপর দলের মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে রবিবার পনিরসেলভম নিজেই বিধায়কদের বৈঠকে পদত্যাগের কথা জানিয়ে শশীকলার নাম প্রস্তাব করেন। যা সংখ্যাগরিষ্ঠের সহমতে পাশও হয়ে যায়। এখন শুধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শশীকলার শপথগ্রহণ করে কুর্সিতে বসার অপেক্ষা।

এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হওয়ার পর শশীকলা তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানান, পনিরসেলভম তাঁর অনুগত ভাই। এআইএডিএমকে ভেঙে যাবে বলে বিরোধীদের আশা এদিন ভঙ্গ হয়েছে। সূত্রের খবর, আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন শশীকলা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *