National

হারতে হারতে জিতলেন সিসোদিয়া, ৬২-৮-এ দিল্লি জয় করল আপ


সকালে দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত এগিয়েছে ততই আপ-এর জয় পরিস্কার হয়েছে। যেখানে বিজেপি ও কংগ্রেসের বড় বড় নাম হারছিল সেখানে আপ-এর প্রায় সব প্রার্থী জয়ের দৌড়ে ছুটছিলেন তীব্র গতিতে। ব্যতিক্রম ছিল ১টাই। অরবিন্দ কেজরিওয়ালের পর আপ-এর ২ নম্বর ব্যক্তি যিনি, যেই মণীশ সিসোদিয়া পিছিয়ে পড়েছিলেন। রাউন্ড এগোচ্ছিল গণনার। সিসোদিয়া এগোতে পারছিলেননা।


দিল্লির রাস্তায় যখন আপ বিজয় উৎসব শুরু করে দিয়েছে। যেখানে আপ নেতৃত্ব হৈচৈ করছেন, সেখানে একজন আপ নেতাই প্রবল টেনশনে কাটাচ্ছিলেন। তিনি মণীশ সিসোদিয়া। যদিও গণনার একদম শেষে গিয়ে আচমকা ছবি বদলায়। সব শেষে টানটান উত্তেজনার মধ্যে ৩ হাজার ভোটে জয়লাভ করে হাঁফ ছাড়েন সিসোদিয়া। এর বাইরে আপ-এর অন্য আসনগুলি থেকে জয় এসেছে সহজেই।


আপ-এর এই অসামান্য জয়ের পরও কিন্তু আসনের নিরিখে ৫টি আসন তারা গত বারের তুলনায় হারিয়েছে। গতবার যেখানে ৭০টির মধ্যে আপ জিতেছিল ৬৭টি আসন। সেখানে ৫টি আসন হারিয়ে এবার আপ জিতেছে ৬২টি আসন। অন্যদিকে এবারও আপ-এর সামনে দাঁড়াতে না পারা বিজেপি কোথাও গিয়ে সামান্য হলেও খুশি। কারণ তাদের গতবার ছিল ৩টি আসন। এবার তা বেড়ে হয়েছে ৮টি। আপ-এর কাছ থেকে ৫টি আসন ছিনিয়ে নিতে পেরেছে তারা। এটাই যা প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *