দুধ চুরি করে ধরা পড়ল পুলিশ

চোর ধরা পুলিশের অন্যতম কাজ। কিন্তু পুলিশই যদি চোর হয় তখন! এমনই এক দুধ চোর পুলিশকে চিহ্নিত করল পুলিশই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পুলিশের দুধ চুরির পুরো কাহিনি। ঘটনাটি ঘটেছে গত ১৯ জানুয়ারি। তবে তা প্রকাশ্যে এসেছে পরে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার সময় পুরো ঘটনার কথা জানতে পারে পুলিশ। একটি দুধের দোকান থেকে দুধ চুরি করে এক পুলিশকর্মী। এই ঘটনায় এলাকায় পুলিশকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে।
সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গেছে এক পুলিশকর্মী ভোরের দিকে একটি দুধের দোকানের সামনে ঘুরপাক খাচ্ছে। রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটি পুলিশ ভ্যান। ভ্যানের মধ্যে আরও এক পুলিশকর্মী রয়েছে। ভ্যানটি পুলিশের টহলদারি ভ্যান। ওই ২ পুলিশকর্মীর ওই এলাকায় টহলের দায়িত্ব ছিল। একসময় দুধের দোকানের সামনে থাকা দুধের প্যাকেট ভর্তি ক্রেটের সামনে বেশ কয়েকবার এদিক ওদিক দেখে চক্কর দিল একজন। তারপর একসময় টুক করে তুলে নিল ২টি দুধের প্যাকেট।
২টি দুধের প্যাকেট সকলের অলক্ষ্যে তুলে নিয়ে সে সোজা চলে আসে পুলিশ ভ্যানের কাছে। দ্রুত ২টি প্যাকেট চালান করে দেয় গাড়িতে থাকা অন্য পুলিশকর্মীর হাতে। এই পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে নয়ডায়। পুলিশের দায়িত্ব মানুষকে চুরির হাত থেকে রক্ষা করা। সেখানে পুলিশই যদি চুরি করে তাহলে মানুষ কার ওপর ভরসা রাখবেন? প্রশ্ন তুলছেন অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা