National

ভারতে ১ নম্বর স্থান পেল মরুরাজ্য রাজস্থান, ২ নম্বরে বিহার

ভারতের সব রাজ্যেই সমীক্ষা চালিয়েছিল লোকাল সার্কেলস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। তাদের যৌথ সমীক্ষা ছিল এটা দেখার জন্য যে ভারতের কোথায় দুর্নীতি কত বেশি। সেই সমীক্ষার ফলাফলে দেখা গেছে রাজস্থানে দুর্নীতি সর্বাধিক। রাজস্থানে যাঁরা এই সমীক্ষায় অংশ নেন তাঁদের মধ্যে ৭৮ শতাংশ মানুষ স্বীকার করেছেন তাঁরা কোনও না কোনও কারণে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। সে জমির রেজিস্ট্রেশন হতে পারে, জমি সংক্রান্ত অন্য বিষয় হতে পারে। এছাড়া ইলেক্ট্রিসিটি বোর্ড, ট্যাক্স অফিস, ট্রান্সপোর্ট অফিসেও ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন অনেকে। আর জানিয়েছেন পুলিশকে ঘুষ দেওয়ার কথা। এঁরা অনেকেই জানিয়েছেন তাঁদের একাধিকবার বিভিন্ন কাজে ঘুষ দিতে হয়েছে। কেবল ২২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের আজ পর্যন্ত কোনও ঘুষ মরুরাজ্যে দিতে হয়নি।

রাজস্থানের পরই তালিকায় জায়গা পেয়েছে বিহার। এখানে যাঁদের সমীক্ষা করা হয় তাঁদের ৭৫ শতাংশ মানুষ স্বীকার করেছেন বিহারে তাঁদের কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। কেবল ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের ঘুষ দিয়ে কার্যোদ্ধার করতে হয়নি। বিহারেও দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণ ঘুষ দেওয়ার ঘটনা ঘটেছে জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে। আর তারপরেই রয়েছে পুলিশ। পুলিশকে ঘুষ দিতে হয়েছে বলে দাবি করেছেন ২৯ শতাংশ মানুষ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বিহারের পরেই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান ভাগ করে নিয়েছে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। এই ২ রাজ্যের ৭৪ শতাংশ সমীক্ষায় অংশ নেওয়া মানুষ স্বীকার করেছেন তাঁদের বিভিন্ন কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। ফলে দেখা গেছে পশ্চিম ও উত্তর ভারতের রাজ্যেই দুর্নীতির পরিমাণ বেশি। অন্যদিকে দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালায় সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ১০ শতাংশ মানুষ স্বীকার করেছেন তাঁদের কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। বাকি ৯০ শতাংশ মানুষই জানিয়েছেন কেরালায় তাদের কাজ পেতে কোনও ঘুষ গুনতে হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *