National

২ জেলায় মোট ১২০টি কুকুরকে বিষ খাইয়ে হত্যা

গ্রামের ৫০টি রাস্তায় ঘোরা সারমেয়কে বিষ খাইয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তারপর তাদের দেহগুলি একসঙ্গে একটি ট্রাকে তুলে ফেলে আসা হয় কাছের একটি সেচ প্রকল্পের ফাঁকা জমিতে। এই সারমেয়দের বিষ খাওয়ানোর নির্দেশ দেন ওই গ্রামেরই প্রধান। তাঁর নির্দেশেই কয়েকজন ওই সারমেয়দের বিষ খাইয়ে একই দিনে হত্যা করে। এভাবে সারমেয় নিধনের খবর ছড়াতেই সারা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কালেক্টর।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার তেল্লাদেভেরাপল্লি গ্রামে। কিছুদিন ধরেই ওই গ্রামের সরপঞ্চ বা প্রধান পাপা নায়েকের কাছে রাস্তায় ঘোরা সারমেয়দের নিয়ে নানা ধরনের অভিযোগ আসছিল। কখনও আসছিল বাড়ির সামনে নোংরা করা নিয়ে, কখনও আসছিল কাউকে আক্রমণ করা নিয়ে। টানা অভিযোগ পেয়ে অবশেষে পাপা নায়েকই নাকি নির্দেশ দেন এসব সারমেয়দের বিষ খাইয়ে হত্যা করা হোক। তাহলেই সমস্যার শেষ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একই রকম ঘটনা ঘটেছে সিদ্দিপেট জেলাতেও। এখানে ৪ জন পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা নাকি ৭০টি এমন রাস্তায় থাকা সারমেয়কে বিষ দিয়ে হত্যা করেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের সাসপেন্ডও করেছে পুরসভা। পুলিশে এ নিয়ে অভিযোগও জমা পড়েছে। তার ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদ করে এর বিহিত করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশু অধিকারের জন্য লড়াই করে আসা মানেকা গান্ধীর হস্তক্ষেপ চেয়েছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *