National

প্রধানমন্ত্রীর ইচ্ছায় বারাণসীর প্রতি গ্রামে রোপণ হবে পঞ্চবটী

প্রধানমন্ত্রী যখন বারাণসীতে আসেন তখন তিনি এখানকার পরিবেশ রক্ষায় প্রতি গ্রামে পঞ্চবটী বৃক্ষ রোপণের ইচ্ছা প্রকাশ করেন। এখন প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ এলেই এই কাজ শুরু করে দেবেন তাঁরা। এমনই জানালেন স্থানীয় জেলাশাসক সুরেন্দ্র সিং। প্রতি গ্রামেই এজন্য জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সেখানেই পঞ্চবটী রোপণ করা হবে। তারপর তা কিছুটা বড় হলে সেই জায়গাটিকে আলাদা করে ঘিরে দেওয়া হবে। গ্রামের মানুষই এর রক্ষণাবেক্ষণ করবেন। এটাই পরিকল্পনা বলে জানান জেলাশাসক।

পঞ্চবটী অর্থাৎ অশ্বত্থ, বট, অশোক, আমলকি ও বেল। এই ৫টি গাছকে একত্রে পঞ্চবটী বলা হয়। ভারতে পরম্পরা ধরে এই গাছগুলির আধ্যাত্মিক ও ওষধি মাহাত্ম্য রয়েছে। তাই প্রতি গ্রামের পরিবেশ রক্ষায় এগুলি কার্যকরী ভূমিকা নেবে। তাছাড়া এগুলি একত্রে কোথাও লাগানো হলে গ্রামের মানুষই সেগুলির আধ্যাত্মিক মাহাত্ম্যের জন্য সেগুলির যত্ন নেবেন। ফলে সেগুলি রক্ষিত হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রতিটি গ্রামেই এর খসড়া তৈরি হতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এই পঞ্চবটী রোপণ শুরু হলে তা প্রতি গ্রামেই একটি পুকুরের ধারে করা হবে। তার চারপাশে পাথরের বেঞ্চ তৈরি হবে। যাতে মানুষ সেখানে এসে বসতে পারেন। এছাড়া আশপাশে ছায়া দেয় এমন গাছ রোপণ করা হবে। রোপণ করা হবে নানা ধরনের ওষধি গুণসম্পন্ন গাছও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *