National

প্রেমে প্রত্যাখ্যান, রাগে ২ মহিলাকে গাড়ির চাকায় পিষে মারল যুবক

কিছুক্ষণ আগেই তরুণীকে হুমকি দেওয়া হয়েছিল। আর সেই হুমকি যে ফাঁকা আওয়াজ ছিল না তা ওই তরুণীর চোখের সামনে প্রমাণ হয়ে গেল। প্রবল গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁর চোখের সামনে পিষে দিয়ে গেল তাঁরই পরিবারের ২ মহিলাকে। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। প্রবল গতিতে গাড়ি ওই ২ মহিলাকে পিষে দিয়ে আরও জোরে এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ছুটে আসেন দুর্ঘটনাস্থলে।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। পাশের গ্রামের এক যুবক ২২ বছরের এক তরুণীকে বিরক্ত করতে শুরু করে। তরুণী তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে অনিচ্ছা প্রকাশ করার পর থেকেই ওই যুবক বিরক্ত করা শুরু করে। এরমধ্যে ওই তরুণীর শ্লীলতাহানির চেষ্টাও করে সে। তারপর সোমবার সে ওই তরুণীকে হুমকি দেয় যে তার পরিবারের ক্ষতি করবে। আর করেও তাই। গাড়ি চালিয়ে সে ওই তরুণীর পরিবারের ২ জনকে পিষে দিয়ে যায়।

পুলিশ জানাচ্ছে, প্রথমে তাদের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কথা বলা হয়েছিল। পরে শ্লীলতাহানি ও হুমকির কথা জানানো হয়। পুলিশ সব অভিযোগই এফআইআর-এ দাখিল করেছে। শুরু হয়েছে অভিযুক্ত যুবকের খোঁজ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। ওই যুবকের বিস্তারিত তথ্য থাকা সত্ত্বেও পুলিশ কেন তাকে গ্রেফতার করে উঠতে পারছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পুলিশ তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button