National

১ সপ্তাহের মধ্যে হেলিকপ্টার চাই, জানিয়ে দিলেন কম্পিউটার বাবা

নর্মদা, মন্দাকিনী, শিপ্রা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তাঁকে। মধ্যপ্রদেশ সরকারের দেওয়া এই পদকে একজন মন্ত্রীর সমমর্যাদার করা হয়েছে। এই দায়িত্ব বুধবার তুলে দেওয়া হয় দিগ্বিজয় সিংয়ের জন্য হোমযজ্ঞ করা কম্পিউটার বাবাকে। নামদেব দাস ত্যাগী বা কম্পিউটার বাবা তারপরই খবরে উঠে আসেন। সেই কম্পিউটার বাবাকে এদিন নর্মদা, মন্দাকিনী, শিপ্রা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করার মাত্র ১ ঘণ্টার মধ্যেই তিনি একটি হেলিকপ্টার চেয়ে বসেন।

কম্পিউটার বাবা হেলিকপ্টার চাওয়ার পিছনে কারণ হিসাবে তুলে ধরেছেন নর্মদা নদীর পর্যবেক্ষণকে। তিনি তাঁর কাজ দ্রুত করতে চান। অন্য কোনওভাবে নর্মদা পর্যবেক্ষণ কখনই এত দ্রুত সম্ভব হবেনা। কেবল হেলিকপ্টারেই সবচেয়ে দ্রুত পর্যবেক্ষণ সম্ভব বলে জানান তিনি। এদিন দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, রাজ্যের আইনমন্ত্রী পিসি শর্মা সহ অনেক সাধু। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেন কম্পিউটার বাবা।


রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, নর্মদা সহ অন্য নদীগুলিকে নতুন করে সাজিয়ে তুলতে এই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার বাবাকে। তিনিই পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন। এছাড়া নর্মদার পুনরুজ্জীবনে নর্মদা সেনাও তৈরি করা হয়েছে। সাধুবাবারা সরকারি কাজে এলে নিশ্চয়ই কারও আপত্তি থাকার কথা নয় বলেও জানান কমল নাথ। কটাক্ষের সুরেই তিনি জানান, ইতিমধ্যেই এক বাবা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। ইঙ্গিত ছিল অবশ্যই যোগী আদিত্যনাথের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button