National

তামিলনাড়ুকে তছনছ করে ভরদা চলল কর্ণাটক

তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র হয়ে কর্ণাটক। আপাতত সেই কর্ণাটকের দিকেই পাড়ি দিল ঘূর্ণিঝড় ভরদা। তবে তা শক্তি অনেকটাই হারিয়েছে। ফলে ঘূর্ণিঝড় থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে ভরদা। যার জেরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। এদিকে ভরদার দাপটে তছনছ হয়ে গেছে চেন্নাই সহ তামিলনাড়ুর বড় অংশ। এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ১০ জনের মৃত্যু হয়েছে। অগুন্তি গাছ ভেঙে পড়েছে। গাছের তলায় চাপা পড়ে অনেকগুলি গাড়ি, স্কুটার, বাইক দুমড়ে গিয়েছে। ঝড়ের শক্তি এতটাই বেশি ছিল যে চেন্নাইতে দুটি ট্রাক উল্টে গেছে। গ্রামগুলোর অবস্থা শোচনীয়। বহু বাড়ি ভেঙে পড়েছে। অনেক বাড়ির চাল উড়ে গেছে। নষ্ট হয়েছে ফসল। এদিকে ২৪ ঘণ্টার ওপর বিদ্যুৎহীন অবস্থায় কাটানোর পর এদিন বেলা থেকে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। আবহবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় ভরদা স্থলভূমিতে আছড়ে পড়ার পর যত এগিয়েছে ততই তার শক্তিক্ষয় হয়েছে। ফলে এখন তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণ অন্ধ্র ও উত্তর তামিলনাড়ুতে টানা বৃষ্টি হচ্ছে। তবে ক্রমে তা কর্ণাটকের দিকে সরছে। যদিও কর্ণাটকে কোনও তাণ্ডব চালানোর অবস্থায় সেটি নেই। কর্ণাটকের একটা বড় অংশে সামনের দুদিন একটানা নিম্নচাপের বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দিয়েছেন তাঁরা।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *