National

কংগ্রেসকে আক্রমণ করে নোট বাতিলের পক্ষে সওয়াল অর্থমন্ত্রীর

দেশের বহু টাকা হিসাবহীন ভাবে ঘুরছিল। তাতে সরকারের ঘরে কর বাবদ বহু টাকা ঢুকছিলই না। সেসব টাকা এখন সব ব্যাঙ্কে জমা পড়ছে। ফলে সবই এখন হিসাবের মধ্যে থাকছে। প্রতিটি লেনদেনে সরকার তার প্রাপ্য কর আদায় করতে পারছে। এদিন নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে ফের এভাবে সওয়াল করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, কংগ্রেস সরকার চালানোর সময় কোনও সময়েই দেশকে কালো টাকা মুক্ত করার চেষ্টা করেনি। টুজি, কয়লা, কমনওয়েলথ কেলেঙ্কারির প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসকে একহাত নেনও তিনি। পাশাপাশি অর্থমন্ত্রীর দাবি, সরকার সংসদে নোট ইস্যুতে আলোচনায় প্রস্তুত। বিরোধীরা চাইলেই আলোচনা হতে পারে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *