National

২ শহিদের ২ মেয়ের সব দায়িত্ব নিলেন জেলাশাসক

পুলওয়ামার জঙ্গি হানায় বিহারের বাসিন্দা শহিদ রতন কুমার ঠাকুর ও শহিদ সঞ্জয় কুমার সিনহার একটি করে মেয়ে। বাবাকে হারানোর অভাব পূরণ করা সম্ভব নয়। তবে পিতার অভাবে ২ মেয়ের জীবনে এগিয়ে চলার চিন্তা মুছে দিলেন বিহারের শেখপুরার জেলাশাসক ইনায়ত খান। ২ মেয়ের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি।

Indian Army
শহিদ রতন কুমার ঠাকুর ও শহিদ সঞ্জয় কুমার সিনহাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শ্রদ্ধা জ্ঞাপন, ছবি – আইএএনএস

ইনায়ত খান এদিন জানিয়েছেন তিনি ওই ২ মেয়ের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন। এছাড়াও সারা জীবন তাদের অন্যান্য খরচও তিনিই বহন করবেন। ২ কন্যার পাশে এক নারীর এভাবে দাঁড়ানোকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। ইনায়ত খান এও ঘোষণা করেছেন যে তাঁর মাইনের ২ দিনের টাকা তিনি ওই শহিদ পরিবার ২টিকে দান করবেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ
Indian Army
শহিদ সেনাদের অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন, ছবি – আইএএনএস

ইনায়ত খান নিজের মাইনে থেকে ২ দিনের টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি নিজের জেলার সব সরকারি কর্মচারিকে আহ্বান জানিয়েছে তাঁরাও যেন পারলে তাঁদের ১ দিনের মাইনে ওই ২ শহিদ পরিবারকে দান করেন। ইনায়ত খান এও জানিয়েছেন যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে যেখানে শেখপুরার যে কেউ চাইলে ইচ্ছেমত টাকা সেখানে ফেলতে পারবেন। যা ওই ২ পরিবারের জীবনে চলার পথে কাজে লাগবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *