National

আইইডি বিস্ফোরণ, ফের শহিদ সেনা, এবার রাজৌরিতে

পুলওয়ামায় জঙ্গি হানার পরও সন্ত্রাস থামার নাম নেই। শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সেনা আধিকারিক। বিস্ফোরণটি ঘটে রাজৌরির নওসেরা সেক্টরের লাম ঝঙ্গর এলাকায়। পাক সীমান্ত লাগোয়া এই এলাকা। লাইন অফ কন্ট্রোল ঘেঁষা এই এলাকায় আচমকাই বিস্ফোরণটি ঘটে। মৃত্যু হয় ওই সেনা আধিকারিকের। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মন্ত্রকের ধারণা এই আইইডি বিস্ফোরণ সন্ত্রাসবাদীদের কাজ।

Indian Army
ফাইল : ভারতীয় সেনা, ছবি – আইএএনএস

রাজৌরিতেই বাবা খোদি এলাকায় সীমান্তপার থেকে এদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান আহত হন। পরে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলি বিনিময়। যা বজায় ছিল দিনভর।

Indian Army
জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সুরক্ষাবাহিনী, ছবি – আইএএনএস

পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় ইতিমধ্যেই ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। তার রেশ কাটার আগেই ফের আঘাত হানল জঙ্গিরা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক সেনা আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত। এই সেনা আধিকারিকের নাম জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *