National

আর্থিক দুর্নীতি মামলায় রবার্ট বঢরাকে ফের জিজ্ঞাসাবাদ

গত বুধবার ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার সকালে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র জেরার মুখে পড়তে হল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা রাহুল গান্ধীর ভগ্নীপতি রবার্ট বঢরাকে। বৃহস্পতিবার সকালেও তাঁকে ২ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা। পরে রবার্ট বঢরা মধ্যাহ্নভোজের জন্য বেরিয়ে যান। বুধবার তাঁকে ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল।

রবার্ট বঢরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেনে তাঁর বেশ কয়েকটি ফ্ল্যাট, বাড়ি রয়েছে। কিন্তু এই সম্পত্তির হিসাব তিনি দেখাননি। বেনামে এসব বাড়ি ও ফ্ল্যাট তিনি কেনেন বলে দাবি করা হয়েছে মামলায়। পরে অবশ্য বাড়ি বেচাও হয়। এই কেনাবেচায় রবার্ট বঢরা প্রতিরক্ষা সংক্রান্ত অস্ত্রের দালাল সঞ্জয় ভাণ্ডারির সাহায্য নিয়েছিলেন বলেও অভিযোগ।

Enforcement Directorate
ফাইল : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ছবি – আইএএনএস

গত বুধবার প্রথম রবার্ট বঢরাকে ডেকে পাঠায় ইডি। তাঁকে ইডি অফিসে পৌঁছতে আসেন তাঁর স্ত্রী তথা হালেই কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পাওয়া প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি এও জানিয়ে দেন যে তিনি তাঁর স্বামীর পাশে আছেন। যা তাঁকে দিতে আসার মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা পরিস্কারও করে দেন। এদিকে রবার্ট বঢরাকে এভাবে ডেকে পাঠানোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে কংগ্রেস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *