National

শরিক হারাতে নারাজ বিজেপি, ৬ আসন থেকে লড়বে এলজেপি

উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিহারে আর শরিক বিয়োগ চাইছিলনা বিজেপি। এদিকে উপেন্দ্র বেরিয়ে যাওয়ার পর বিহারের ২০১৯ লোকসভা নির্বাচনে আসন ছাড়া নিয়ে বিজেপির সঙ্গে দরকষা শুরু করেন লোক জনশক্তি পার্টি সুপ্রিমো রামবিলাস পাসোয়ান। এমনও ইঙ্গিত মিলছিল যে মনঃপুত না হলে এনডিএ ছেড়ে বেরিয়েও যেতে পারে রামবিলাসের দল।

এই অবস্থায় বিহারে আর শক্তিক্ষয় করতে নারাজ বিজেপি বারবার বৈঠক করে রামবিলাসের সঙ্গে। অবশেষে রবিবার বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন বিহারে আসন রফা চূড়ান্ত। রামবিলাসের লোক জনশক্তি লড়বে ৬টি আসন থেকে। বাকি আসন ১৭-১৭-তে ভেঙে নিয়েছে বিজেপি ও জেডিইউ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন অমিত শাহ দাবি করেন, ২০১৪ সালে বিহার থেকে যত আসন এনডিএ দখল করেছিল, ২০১৯ সালে তার চেয়েও বেশি আসন দখলে রাখতে সমর্থ হবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই যে লোকসভা নির্বাচনে লড়াই হবে তাও পরিস্কার করে দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *