
সোমবার সকালে প্রবল বৃষ্টিতে ভেজে কলকাতা। শহর কলকাতা ছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও ছিল ঝড়ের তাণ্ডব। এদিন বজ্রপাতে বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ঝড়ের তাণ্ডবে প্রতিবেশি রাজ্য বিহারের জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। বিহারে গত রবিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কোথাও ঝড়ে ভেঙে পড়ে কাঁচা বাড়ি। কোথাও বা আবার খেতের পর খেত জুড়ে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ভারী বর্ষণ হয়েছে উত্তরপূর্ব বিহারের বিস্তীর্ণ অঞ্চলে। আরারিয়া, পূর্ণিয়া, কিষণগঞ্জ, কাটিহার, খাগারিয়া সহ একাধিক জেলায় ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যুর খবর। পূর্ব বিহারেই ঝড় ও বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। যাদের মধ্যে আছে ১০ বছর বয়সের ২ বালিকা। মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।