National

তীর্থযাত্রীদের জন্য খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা

সোমবার ভোর সাড়ে ৪টে। কনকনে ঠান্ডায় হাত-পা জমে যাওয়ার জোগাড়। কিন্তু তারমধ্যেই শতকষ্ট সহ্য করে রাত থেকে তীর্থযাত্রীরা ভিড় জমাতে থাকেন বদ্রীনাথ মন্দিরের সামনে। হবে নাই বা কেন! ৬ মাস বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে বদ্রীনাথধামের মূল ফটক। সেই দরজা খোলার পর দেবতা বদ্রীবিশালের প্রথম দর্শন পাওয়ার জন্য ঠান্ডাকে তুচ্ছ করতে এতটুকু পিছপা হননি অনেকেই। ভোর সাড়ে ৪টেয় দরজা খোলার সময়ে চারদিক একাকার হয়ে যাচ্ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ ও সেনা ব্যান্ডের বিশেষ সুরে। অলকানন্দার ধারে এই মন্দিরে তখন ৮ হাজারের ওপর পুণ্যার্থীর ভিড়। সকলের গলায় একটাই জয়ধ্বনি। জয় বদ্রীবিশাল।

হিমালয়ের গাড়োয়ালে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ২৭৯ ফুট উঁচুতে বদ্রীনাথধাম। দেশের চার ধামের একটি ধাম বদ্রীনাথ। গত রবিবার খুলে গেছে কেদারনাথ ধামের দরজা। তার ঠিক একদিন পর খুলল বদ্রীনাথের দরজা। আগামী ৬ মাস পুণ্যার্থীদের জন্য বদ্রীনাথের দরজা খোলা থাকবে। ৬ মাস পর যখন ফের শীতের আধিক্য প্রভাব বিস্তার শুরু করবে, তখন ক্রমশ এখানে বরফ পড়তে শুরু করবে। তখন বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। তারপর ৬ মাস বন্ধ থাকবে মন্দির।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *