SciTech

হাতের মুঠোয় সৌরজগতের বাইরের গ্রহ, মহাকাশ গবেষণায় নতুন মোড়

বড় সাফল্য হাতে পেল নাসা। সৌরজগতের বাইরের ১টি গ্রহের ছবি তারা হাতে পেয়েছে। গ্রহটির অনেক কিছুই খুব স্পষ্ট ধরা পড়েছে। মহাকাশ গবেষণায় নতুন মোড়।

সৌরজগতের ছবি তো এতদিনে অনেক পাওয়া গিয়েছে। এর বাইরের মহাবিশ্বের এমন অনেক ছবি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন দিতে পারছে যা ভাবনার অতীত।

কিছুদিন আগেই পৃথিবীর জন্মেরও আগের এক গ্যালাক্সির ছবি তুলে চমকে দিয়েছে এই অতি শক্তিশালী টেলিস্কোপ। এবার ফের চমক দিল এই যন্ত্রটি।

জেডব্লিউএসটি এই সৌরজগতের বাইরের একটি গ্রহের ছবি সরাসরি পৌঁছে দিয়েছে বিজ্ঞানীদের হাতে। এর আগে এত স্পষ্ট করে সৌরজগতের বাইরের কোনও গ্রহের ছবি পাওয়া যায়নি।

যে গ্রহটির ছবি পাওয়া গিয়েছে তা অবশ্য পৃথিবীর চেয়ে বয়সে অনেক ছোট। অনেকটাই তরুণ এই গ্রহের বয়স ১৫ থেকে ২০ মিলিয়ন বছর। যেখানে পৃথিবীর বয়স সাড়ে চার বিলিয়ন বছর।

তবে যে গ্রহটির বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে সেটায় কোনও মাটি বা পাথর নেই। কেবল গ্যাসীয় এই গ্রহটি কোনও প্রাণির বসবাসের অযোগ্য।

বিজ্ঞানীদের দাবি, এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের হাত ধরে কার্যত মহাবিশ্ব সম্বন্ধে গবেষণা নতুন মোড় নিয়েছে। এখন সৌরজগতের বাইরের দুনিয়া সম্বন্ধেও পরিস্কার একটা ধারণা পাওয়া শুরু হয়েছে।

সৌরজগতের বাইরের যেসব ছবি এই টেলিস্কোপ তার শক্তিশালী ইনফ্রারেড নজর দিয়ে তুলে আনছে তা অনেক প্রচলিত ধারনা বদলে দিচ্ছে।

এটাও দেখা গেছে যে সৌরজগতের বাইরের যে গ্রহটির ছবি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পাঠিয়েছে তা বৃহস্পতি গ্রহেরও প্রায় ৬ থেকে ১২ গুণ বড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *