SciTech

চাঁদের মাটিতে প্রথমবার পা রেখে মানুষ একটি ফল খেয়েছিল, যা আজ ইতিহাস

চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন প্রথমবারের জন্য পা রেখে যে ফলটি খান তা আজও চর্চার বিষয়। ফলটি আজ ইতিহাস।

চাঁদের মাটিতে প্রথমবারের জন্য মানুষের পা পড়ে কবে? ছোটরাও বলে দেবে ১৯৬৯ সালে। ২ মার্কিন নভশ্চর নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। চাঁদের মাটিতে পা রাখার সময় প্রথম পা রাখেন আর্মস্ট্রং, তারপর এডুইন অলড্রিন। এটাই ইতিহাস।

তারপর সেখানে ছবিও তোলেন তাঁরা। কয়েকটি নমুনাও সংগ্রহ করেন। কিছুটা চাঁদের মাটিতে প্রায় ভরশূন্য অবস্থায় ভেসে ভেসেই হাঁটেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Edwin Aldrin
চাঁদের মাটিতে এডুইন অলড্রিন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

আর যেটা করেন তা হল কিছু খাওয়া দাওয়া করেন। চাঁদের মাটিতে ২ ইতিহাস গড়া নভশ্চর কি খেয়েছিলেন তা নিয়ে আজও চর্চা হয়। যেখানে ছিল একটি ফল।

চাঁদের মাটিতে প্রথমবার পা রাখার পর মানুষ কি ফল খেয়েছিল সেখানে এটা একটা জেনারেল নলেজের প্রশ্নও হতে পারে। এখনও পর্যন্ত এটাই জানা যায় যে ২ মার্কিন নভশ্চরই প্রথম মাটিতে পা রাখেন আর পা রাখার পর তাঁরা সেখানে পিচ ফল খান।

পিচ ফল অনেকটা আপেলের মতই দেখতে। যার ভিতরে আপেলের মত ছোট ছোট বীজের বদলে থাকে একটি বড় খয়েরি রংয়ের বীজ। এমনিতে উপর থেকে দেখলে আপাত দৃষ্টিতে আপেল বলে ভ্রমও হতে পারে।

এটাই এখনও জানা যায় যে সেই পিচ ফলেই কামড় দিয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন। ফলে তাঁদের হাত ধরে পিচ ফলও পৌঁছেছিল চাঁদের মাটিতে। আর তা একটা বিরল ইতিহাসের সঙ্গে জড়িয়েও যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *