শেষ পাঁচ বছরে বাংলায় নয়, দিদির স্বভাবে পরিবর্তন এসেছে। ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন তৃণমূল নেতামন্ত্রীরা। মানুষের টাকা লুঠ করছে তৃণমূল। রবিবার বিকেলে খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে এসে এমনই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিনই রাজ্যে প্রথম নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানে যে সারদা থেকে নারদ সবই মোদীর আক্রমণের হাতিয়ার হবে তা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন বিএনআর ময়দানে দাঁড়িয়ে মোদী দাবি করেন, ৩৪ বছরের বাম শাসনে বাংলার যা ক্ষতি হয়েছে তা মাত্র ৫ বছরে করে দেখিয়েছে তৃণমূল সরকার। জঙ্গলমহলে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রীর ২ টাকা কেজি দরে চাল দেওয়ার দাবিকেও এদিন তীব্র আক্রমণ করেছেন মোদী। তাঁর দাবি, রাজ্য নয়, দরিদ্রদের এই চাল দেওয়ার জন্য টাকা দিচ্ছে কেন্দ্র। এদিন তৃণমূলের পাশাপাশি, নরেন্দ্র মোদীর আক্রমণের হাত থেকে রেহাই পায়নি বাম-কংগ্রেস জোটও। কেরালায় কুস্তি করছে আর বাংলায় দোস্তি করেছে কংগ্রেস ও বামেরা। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন এভাবেই আক্রমণ হেনেছেন তিনি। তাঁর দাবি, কুর্সির লোভে এক হয়েছে বাম-কংগ্রেস। এই জোট করে আসলে বাংলার মানুষকে অপমান করেছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। প্রচারের স্বার্থে এদিন বিজেপির বিকাশ মডেলের হয়ে গলা চড়ান মোদী।
Leave a Reply