National

রাজ্যের হাত থেকে দায়িত্ব ফেরত, টিকা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

টিকা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। রাজ্যকে টিকাকরণ নিয়ে যে ২৫ শতাংশ দায়িত্ব প্রদান করা হয়েছিল তা ফেরত নিয়ে বিনামূল্যে টিকার ঘোষণা প্রধানমন্ত্রীর।

দেশে টিকাকরণ শুরুর পর অনেক রাজ্যসরকার টিকাকরণ নিয়ে তাদের মত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রকে। কেন্দ্র যেন তাদের হাতে টিকাকরণের পুরো কর্মযজ্ঞ হাতে না রেখে রাজ্যকে কাজ করতে দেয় তা নিয়েও দরবার করা হয়েছিল।

কেন্দ্র রাজ্যসরকারগুলির উৎসাহ দেখে তাদের টিকাকরণ নিয়ে ২৫ শতাংশ কার্যভার প্রদানও করেছিল। কিন্তু সেই দায়িত্বগ্রহণ করার পর রাজ্যসরকারগুলি এখন বুঝতে পারছে যে কাজটা অত সোজা নয়।

তাই এবার রাজ্যসরকারগুলির হাত থেকে সেই দায়িত্ব ফেরত নিচ্ছে কেন্দ্র। টিকাকরণ নিয়ে কেন্দ্রই যা করার করবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা জানান।

প্রধানমন্ত্রী এদিন জানান, আগামী ২১ জুন থেকে রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে টিকা পাঠাবে কেন্দ্র। ১৮ বছরের বেশি বয়সী যে কোনও ভারতবাসী এই টিকা বিনামূল্যে পাবেন। কোনও অর্থ ব্যয় করতে হবে না।

কেন্দ্র ৭৫ শতাংশ টিকা টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির থেকে কিনে নেবে। তারপর তা বিনামূল্যে দেওয়ার জন্য রাজ্যসরকারগুলিকে পাঠাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বেসরকারি হাসপাতাল থেকে যেমন অর্থের বিনিময়ে টিকা দেওয়া হচ্ছিল তা চলবে। যদি কেউ চান যে তিনি বিনামূল্যে নয়, অর্থ ব্যয় করে টিকা নেবেন, তিনি চাইলে এসব বেসরকারি হাসপাতালে যেতে পারবেন।

তবে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, টিকার দাম ছাড়া ওই হাসপাতাল সার্ভিস চার্জ হিসাবে দেড়শো টাকার বেশি নিতে পারবেনা। এটা ঠিকঠাক হচ্ছে কিনা তা নজরদারিতে রাখবে রাজ্য।

Show More