National

খাদির জন্য ভোকাল প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা আবহে ভোকাল ফর লোকালের ওপর জোর দিয়েছেন। এদিন তিনি নিজে খাদির জন্য ভোকাল হলেন মন কি বাত-এ।

নয়াদিল্লি : রবিবার ছিল মাসের শেষ রবিবার। আর কোনও মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। রবিবার মহানবমীর দিন প্রধানমন্ত্রী সওয়াল করলেন ভোকাল ফর লোকাল-এর পক্ষে।

গত কয়েক মাসে প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় দেশিয় দ্রব্যের ওপর জোর দিয়েছেন। দেশিয় জিনিসপত্রের পক্ষে সওয়াল করেছেন। বিদেশি সংস্থার জিনিস আনার বদলে দেশিয় উৎপাদন বিদেশে বিক্রিতে জোর দিয়েছেন। এদিন মন কি বাত-এও তাই করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে দেশেই বিভিন্ন দ্রব্যের উৎপাদনে জোর দেন। ভোকাল ফর লোকাল স্লোগানের কথা বলে দেশিয় উৎপাদনে জোর দিতে বলেন।

উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারতের খাদি এখন গোটা বিশ্বে সমাদৃত। খাদির বিশ্বজুড়ে চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন দেশে খাদির পোশাক পছন্দ করছেন মানুষজন। বিভিন্ন ফ্যাশন শো-তে খাদি জায়গা পাচ্ছে। এমন একটি দেশিয় দ্রব্যের ফ্যান এখন বিশ্বজুড়ে। খাদি সব ঋতুতেই পড়া যায়। তাছাড়া খাদি শরীরের ক্ষতি করেনা।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন গান্ধী জয়ন্তীতে দিল্লির কনট প্লেসে খাদির দোকানে ১ কোটি টাকার খাদি দ্রব্য বিক্রি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন তিনি মনে করেন ভারতের এমন অনেক দ্রব্য রয়েছে যা বিদেশে সমাদর পেতেই পারে। বিদেশিরা সেসব দ্রব্যের ফ্যান হয়ে উঠতেই পারে। যা সেই দ্রব্যের বড় বাজার তৈরি করবে।

প্রধানমন্ত্রী দ্রব্য উৎপাদনের পাশাপাশি দেশবাসীকেও দেশিয় উৎপাদন কেনার পরামর্শ দেন। তিনি বলেন যখন উৎসবে বাজার করতে বার হবেন কেউ তাঁরা যেন চেষ্টা করেন দেশিয় দ্রব্য কিনতে।

প্রধানমন্ত্রী এদিন মন কি বাত-এ বলেন, লকডাউনের কঠিন সময়ে কিন্তু সবজি বিক্রেতা, দুধ বিক্রেতা, স্যানিটেশন কর্মী, বাড়ির কাজের লোক এবং এমন মানুষজন তাঁদের কাজ চালিয়ে গেছেন। এঁদের তাই যেন উৎসবের মুহুর্তে কেউ ভুলে না যান। তাঁদেরও উৎসবে শামিল করেন।

এদিনই দশেরা পড়ায় তিনি দেশবাসীকে দশেরার শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি ছট পূজা, দীপাবলি সহ বিভিন্ন উৎসবের জন্য মানুষকে আগাম শুভেচ্ছা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *