National

১০টি রাজ্য জিততে পারলেই ভারত জিতবে, বললেন প্রধানমন্ত্রী

দেশের ১০টি রাজ্যের ওপর নির্ভর করছে ভারতের জয়। এদিন ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেকথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি : দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে বারবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে খোঁজার চেষ্টা হয়েছে করোনা মোকাবিলার পথ। স্থির হয়েছে পরবর্তী রণনীতি। মঙ্গলবার ফের একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী। তবে এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রী নন। কেবল দেশের ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। ফলে এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

দেশের ১০টি রাজ্যের করোনা পরিস্থিতি ভয়ানক। এই ১০টি রাজ্য যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে ভারতের করোনা পরিস্থিতির চেহারা বদলে যেতে পারে। এদিন কার্যত সেটাই আরও একবার পরিস্কার করলেন প্রধানমন্ত্রী। ভারতের ১০টি রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, পঞ্জাব ও পশ্চিমবঙ্গ। এই ১০ রাজ্য মিলেই দেশের করোনা রোগীর সংখ্যা ও রোগী মৃত্যুকে কার্যত নিয়ন্ত্রণ করছে। আর সেখানেই বাড়বাড়ন্তের জেরে দেশের মোট সংখ্যা ভয়ংকর চেহারা নিচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বৈঠক হয়। বৈঠকে ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এই ১০ রাজ্যকে জানান এই ১০ রাজ্য যদি করোনাকে পরাজিত করতে পারে তাহলে দেশও করোনাকে হারাতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা বলছেন যদি ৭২ ঘণ্টার মধ্যে কোনও নতুন করোনা রোগীকে চিহ্নিত করা সম্ভব হয় তাহলে সংক্রমণ ছড়ানো অনেকটা রোধ করা সম্ভব। সেক্ষেত্রে কন্টাক্ট ট্রেসিংয়ে জোর দেন প্রধানমন্ত্রী।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যের পরিস্থিতি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানান। মাঝে জুলাইতে কোনও বৈঠক হয়নি। শেষবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছিলেন জুন মাসে। তারপর এদিন বসলেন। এদিকে দেশে এখন আনলক ৩ পর্ব চলছে। চলতি মাসে খুলে গেছে জিম, যোগাকেন্দ্র। ক্রমে এক নিউ নর্মাল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজে ফিরছেন মানুষজন। করোনার টিকা নিয়েও সকলে উদগ্রীব। এখন অপেক্ষা কবে আসবে সেই টিকা। তার আগে করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *