National

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, বললেন প্রধানমন্ত্রী

করোনা রুখতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই ভারত এখন অন্য অনেক দেশের চেয়ে ভাল অবস্থায়, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি : করোনা পরীক্ষার জন্য আইসিএমআর-এর ৩টি অত্যাধুনিক পরীক্ষাকেন্দ্রের সোমবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা, নয়ডা ও মুম্বইয়ে এই ৩টি পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, ভারত করোনা রুখতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে এখন বিশ্বের অনেকে দেশের তুলনায় ভারত ভাল অবস্থায় রয়েছে।

এদিন ৩টি পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের অনেকে এই ৩টি শহরে আসেন তাঁদের ভবিষ্যৎ গড়তে। এই ৩টি করোনা পরীক্ষাকেন্দ্র প্রতিদিন আরও ১০ হাজার করোনা পরীক্ষা বাড়াতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশে করোনায় মৃত্যুর হার ক্রমশ কমছে। অন্যদিকে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে মোট করোনা সংক্রমিত ১৪ লক্ষ পার করেছে। কিন্তু সেখানে সুস্থ হয়ে ওঠার হার ৬৩.৯২ শতাংশ। প্রধানমন্ত্রী এদিন বলেন, শুরুতেই কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নেওয়ায় দেশে করোনায় মৃত্যুর হারকে নিয়ন্ত্রিত করা সম্ভব হয়েছে। প্রথমেই কেন্দ্র ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল। করোনা পরীক্ষা, কোভিড সেন্টার, আইসোলেশন সেন্টার সহ করোনার বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা হয়েছিল তা দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *