National

শিল্পে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল, জানালেন প্রধানমন্ত্রী

এ রাজ্যে শিল্প সম্ভাবনা রয়েছে অনেক। বাংলার উৎপাদন শিল্পকে উন্নত করার পক্ষে সওয়াল করেন তিনি।

নয়াদিল্লি : বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসি-র ৯৫ তম বর্ষপূর্তিতে এ রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুনে এসেছেন যা পশ্চিমবঙ্গ আজ ভাবে, দেশ কাল তা ভাবে। তাহলে কেন বাংলা অগ্রণী ভূমিকা নেবে না? বাংলার উৎপাদন শিল্পে প্রভূত সম্ভাবনা রয়েছে। বিশেষত পাট ও জৈব চাষে নেতৃত্ব দিতে পারে বাংলা।

প্লাস্টিক বর্জন, বিশেষত একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যাগ বর্জনের কথা বলে প্রধানমন্ত্রী বলেন, বাংলার পাট শিল্পে বিশাল সুযোগ রয়েছে। পাটের ব্যাগ প্লাস্টিকের ব্যাগের জায়গায় বাজার দখল করে নিতে পারে। এমন হলে কেমন যদি পাটের ব্যাগ প্লাস্টিকের প্যাকেটকে সরিয়ে সারা ভারতে নিজের জায়গা করে নেয়। সকলের হাতে থাকে একটা করে চটের তৈরি ব্যাগ। তাতে পাটশিল্পের প্রভূত লাভ হবে বলেই জানান প্রধানমন্ত্রী।

সিকিম ও উত্তরপূর্ব ভারতে বিশাল জৈব চাষের সুযোগ ও তাকে কলকাতার পক্ষে নেতৃত্ব দেওয়ার সুবিধার কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শিল্পপতিদের বলেন, করোনাকে একটা সুযোগ হিসাবে কাজে লাগানোর সময় এসেছে। ভারত যদি এখন সারা বিশ্বের পৌঁছে দেওয়ার মত সামগ্রি প্রস্তুত করতে পারে তাহলে ভারতের আত্মনির্ভরতা তৈরি হবে। আত্মনির্ভর ভারত গড়ার পক্ষে এদিন সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, পুরনো ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *