National

সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

আম্ফানের প্রলয়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট করে এই আশ্বাস দিয়েছেন তিনি।

নয়াদিল্লি : সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কার্যত ধ্বংস হয়ে গেছে। কলকাতা লণ্ডভণ্ড হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরেরও একই অবস্থা। হাওড়ার চেহারাও শোচনীয়। এই পরিস্থিতিতে এমন অকল্পনীয় ঝড়ের শোচনীয় ছবি এখন পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি এই ধ্বংসের ছবি দেখেছেন। এই অবস্থায় রাজ্যের পাশে রয়েছেন তিনি। রয়েছে গোটা ভারত। রাজ্যকে এই পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ট্যুইট করে এই আশ্বাস দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন মুখ্যমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। গত বুধবার ঝড়ের পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন। তাতে সাড়া দিল কেন্দ্র। এদিকে রাজ্যের পরিস্থিতি কী? ক্ষয়ক্ষতির চেহারা কেমন? সেসব তথ্য জোগাড় করতে এদিন একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও পুরো ছবি পরিস্কার নয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অনেক প্রত্যন্ত এলাকার খবর এখনও নেই। প্রশাসনের কাছেও ছবিটা পরিস্কার নয়। কিছু গ্রামের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সেখানকার মানুষের ওপর বুধবার কী গেছে! অনেক এলাকায় আরও বড় সমস্যার কারণ হয়েছে নদী বাঁধে ফাটল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকায় নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ আরও পুরু হয়েছে আশপাশের মানুষের কপালে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *