বিদেশি বিনিয়োগের জন্য ভারতের দরজা আরও অনেকটা খুলে দিল মোদী সরকার। ভোটের পর সংস্কারের কথা বললেও শেষ এক বছরে সেভাবে সংস্কারপন্থী পদক্ষেপ নজরে পড়েনি। কিন্তু এদিন ফের সংস্কারের একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে সেই অভাব মুছে দিতে কোমর বেঁধে নামল কেন্দ্র। এদিন একাধারে প্রতিরক্ষা থেকে শুরু করে ওষুধ, অসামরিক বিমান পরিষেবা সবেতেই ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সায় দিয়েছে কেন্দ্র। এদিনের সংস্কারপন্থী পদক্ষেপের পর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে জানান, এদিনের সিদ্ধান্তের পর ভারত এখন এফডিআইয়ে প্রশ্নে বিশ্বের অন্যতম মুক্ত রাষ্ট্র। এফডিআইয়ের এই সিদ্ধান্ত ভারতে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবে বলেও দাবি করেছেন তিনি। এদিকে প্রতিরক্ষায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে সায় দিলেও তা সরকারের অনুমোদন সাপেক্ষ বলে কেন্দ্রের তরফে জানান হয়েছে।
Read Next
October 3, 2024
মহাষ্টমীর দিন এলাকার সব পুরুষ শাড়ি পরে নাচেন, পিছনে রয়েছে এক অভিশাপ
October 3, 2024
নতুন ২ রঙিন আম খাওয়ার জন্য তৈরি থাকুন, কেবল পাতে পড়ার অপেক্ষা
October 3, 2024
ব্যস্ত শহরের আকাশ জুড়ে সবুজ, হলুদ আর গোলাপি রং, কেন হল এমন কাণ্ড
October 3, 2024
অক্টোবরের শেষে ফের বর্ষা প্রবেশ করছে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
Related Articles
Leave a Reply