সিপিএমের বঙ্গ ব্রিগেডের জন্য বড় ধাক্কা। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত ধরে নির্বাচনী কৌশলকে মান্যতা দিল না সিপিএমের কেন্দ্রীয় কমিটি। ৩ দিন ব্যাপী বৈঠকে দলের বঙ্গ ব্রিগেড বোঝানোর চেষ্টা করেছেন কংগ্রেসের হাত ধরে এগোনোর সুফল। অন্যদিকে এ নিয়ে প্রবল আপত্তি তুলে গলা ফাটিয়েছে কেরালা লবি। ফলে বেশ উত্তপ্তই থেকেছে কেন্দ্রীয় কমিটির বৈঠক। সোমবার ছিল বৈঠকের শেষ দিন। বৈঠকের পর সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিপক্ষে দলের কেন্দ্রীয় কমিটি। কংগ্রেসের সঙ্গে কোনও ধরণের সমঝোতায় যাওয়ায় দলের আপত্তি আছে। ফলে দলের পশ্চিমবঙ্গ ব্রিগেডকে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যাওয়া থেকে দূরে থাকতে হবে। তবে হিংসা রুখতে জনগণের জোটে তাদের আপত্তি নেই বলেই জানিয়েছেন সীতারাম।
Read Next
National
October 7, 2024
জঙ্গলে ঘুরে বাঘ দেখতে ভালবাসেন, সে সুযোগ আরও বাড়ল
October 7, 2024
জঙ্গলে ঘুরে বাঘ দেখতে ভালবাসেন, সে সুযোগ আরও বাড়ল
October 5, 2024
রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে যুগান্তকারী আবিষ্কার ভারতের
October 4, 2024
ধ্রুপদী হল বাংলাভাষা, বাংলার গর্বের দিনে উপরি পাওনা প্রচুর কর্মসংস্থান
October 3, 2024
মহাষ্টমীর দিন এলাকার সব পুরুষ শাড়ি পরে নাচেন, পিছনে রয়েছে এক অভিশাপ
Related Articles
Leave a Reply