National

দাঁড়িপাল্লায় প্রধানমন্ত্রী, নিজের ওজনের সমান পদ্ম দিয়ে পুজো

দাঁড়িপাল্লার একধারে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যধারে চাপানো হয়েছে পদ্মফুল। ২ দিকের ওজন সমান হতেই আশপাশ থেকে লোকজন প্রধানমন্ত্রীর দিকে দাঁড়িপাল্লার দড়ি ধরে নেন। নেমে আসেন প্রধানমন্ত্রী। তাঁর দেহের সমান ওজনের পদ্ম দিয়ে এদিন কেরালার গুরুভায়ুর এলাকার শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। মলদ্বীপ সফরে যাওয়ার আগে কেরালার এই প্রাচীন মন্দিরে পুজো দিতে শনিবার কোচি পৌঁছন তিনি। সেখান থেকে যান গুরুভায়ুর। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরালা বিজেপির শীর্ষ নেতারা। মন্দিরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ছিল বিশেষ বন্দোবস্ত।

মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী ট্যুইটে জানান ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে তিনি ওই মন্দিরে পুজো দিয়েছেন। এদিন ‘বিষ্ণু সহস্রনমমঃ’ সহ মন্দিরের বিভিন্ন ধর্মানুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পুজোর শেষে তিনি মন্দির কর্তৃপক্ষ, কেরালার রাজ্যপাল পি সতশিবম, বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও রাজ্য দেবাসম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মন্দিরের বিভিন্ন ধরনের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা এদিন একটি পত্র মারফত তুলে ধরেন মন্দির কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ করতে আনুমানিক ৪৫০ কোটি টাকা ব্যয় হবে বলে মনে করছেন তাঁরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এর আগে ২০০৮ সালে এই মন্দিরে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেবার দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হন তিনি। মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই এখানে পুজো দেন। তারপর এদিন এলেন। দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম বিদেশ সফরে উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যাচ্ছেন মলদ্বীপ। তার আগে এখানে পুজো দিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *