World

মরুভূমির বালির তলা থেকে বেরিয়ে এল একটি বিশাল জাহাজ, ভিতরে প্রচুর ধনরত্ন

মরুভূমি মানে বালি আর বালি। সেই মরুভূমির বালি খুঁড়তেই বেরিয়ে এল একটি বিশাল জাহাজ। মরুভূমির বালির তলায় জাহাজের দেখা পেয়ে চমক কাটছে না বিজ্ঞানীদেরও।

মরুভূমি কেউ চোখে যদি নাও দেখে থাকেন, তাহলেও ছবি দেখে বা লেখায় পড়ে মরুভূমি সম্বন্ধে একটা পরিস্কার ধারনা সকলেরই থাকে। সেই মরুভূমির বালির তলায় আর যাই পাওয়া যাক, জাহাজ যে পাওয়া যেতে পারেনা সে বিষয়ে অনেকটাই নিশ্চিত থাকেন সকলে।

কারণ জাহাজ সমুদ্রে ভেসে বেড়ায়। আর মরুভূমি মানে ধুধু বালির অনন্ত প্রান্তর। কিন্তু সেই মরুভূমির বালি কিছুটা সরাতেই উঁকি দেয় জাহাজের মাস্তুলের মত ধাতব স্তম্ভ। ওটা কি!

দ্রুত বালি খোঁড়া শুরু হয়। আর বালি যতই সরতে থাকে একটি জাহাজের উপরের অংশ থেকে ক্রমে জাহাজটি পরিস্কার হতে থাকে। অবশেষে উদ্ধার হয় একটি বিশাল জাহাজ।

যা একটি পর্তুগিজ জাহাজ। ৫০০ বছর আগে এই জাহাজটি ভারতের দিকে আসার সময় সমুদ্রে হারিয়ে গিয়েছিল। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি।

বম জেসাস নামে সেই জাহাজটি সমুদ্রে হারিয়ে যাওয়ার ৫০০ বছর পর বেরিয়ে এল নামিবিয়ার নামিব মরুভূমিতে। যা সাব সাহারান এলাকা বলে পরিচিত। ১৫৩৩ সালে এই জাহাজটি পর্তুগাল থেকে রওনা দিয়েছিল ভারতের দিকে। কিন্তু তা মাঝপথে হারিয়ে যায়।

জাহাজটি উদ্ধার হওয়ার পর তার মধ্যে থেকে অনেককিছু উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ২ হাজারটি স্বর্ণমুদ্রা, কয়েক শো কেজি তামার বাট। এছাড়া প্রচুর রূপোর কয়েনও পাওয়া গেছে। পাওয়া গেছে অনেক হাতির দাঁত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *