National

ভোর থেকে বাণিজ্য নগরীতে মুষলধারে বৃষ্টি, শহর জুড়ে প্রবল যানজট

এতদিন ধরে অসহ্য গরম সহ্য করার পর অবশেষে মুম্বই শহর জুড়ে নামল বর্ষা। আর বর্ষা প্রথম দিনেই প্রায় অচল করে দিল শহরের স্বাভাবিক জনজীবন। এমনিতেই মুম্বইয়ের যানজট বিখ্যাত। তারমধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই। শুক্রবার ভোরে মুম্বইবাসীর ঘুম ভাঙে তুমুল বৃষ্টির মধ্যে। আকাশ কালো করা মেঘ থেকে মুষলধারায় বৃষ্টি চলতেই থাকে। সাধারণত শনিবার ও রবিবার মুম্বই শহরে ছুটির হাওয়া বয়। তার আগে শুক্রবারই কার্যত ছিল এ সপ্তাহের কর্মদিবসের শেষ দিন। এই বৃষ্টি শনি বা রবিবার হলে তাই সমস্যা হত না। কিন্তু শহরে বর্ষা ঢুকল শুক্রবার। আর ঢুকলই প্রবল বৃষ্টি নিয়ে।

খাতায় কলমে মুম্বইতে বর্ষা প্রবেশ করে ২৫ জুন। এবার তা ঢুকল ৩ দিন পর। আর প্রথম দিনেই মুম্বই শহরের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিতে বানভাসি চেহারা নিল। বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে যানজটের চেহারাটা ভয়ংকর আকার নেয়। বিভিন্ন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। গাড়ির লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় কর্মস্থলমুখী মানুষজনকে। সকাল থেকেই মুম্বইয়ের জুহু, মুলুন্দ, ভিলেপার্লেতে বৃষ্টি শুরু হয়। মূল শহরের লাগোয়া থানে, ভাসী, ভিরার এলাকাতেও প্রবল বৃষ্টি শুরু হয় কাকভোর থেকে।

মুম্বইয়ের নিকাশি সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা বর্ষার প্রথম দিনেই ভুগিয়েছে মুম্বইবাসীকে। ধারাবি থেকে ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে। সর্বত্রই গাড়ির লম্বা লাইন। তবে মুম্বইয়ের লাইফলাইন বলে পরিচিত ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। এটাই যা সান্ত্বনা ছিল এদিন। না হলে শহরটাই স্তব্ধ হয়ে যেত। যেমন দেখা যায় প্রতিবছর বর্ষার মধ্যে ২-৩ দিন। বিমান চলাচলও করেছে নিয়ম মেনেই। এদিকে বৃষ্টির জন্য রাস্তাঘাটে প্রবল সমস্যা হলেও বিকট গরম থেকে মুক্তি পেয়ে খুশি মু্ম্বইবাসী। পরের ২ দিন উইকএণ্ড। সেটা বেশ জমিয়ে কাটবে বলেই মনে করছেন তাঁরা। শহরের পারদও বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বৃষ্টির ছবি পোস্ট করেছেন সকাল থেকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *