
খোঁজ মিললেও এভারেস্ট জয়ী গৌতম ঘোষের দেহের ধারে কাছে পৌঁছতে পারলেন না শেরপারা। শেরপাদের দাবি, এভারেস্টের সাউথ কলের কাছে একটি জায়গায় দড়িতে আটকে আছে গৌতম ঘোষের দেহ। কিন্তু সেখানে পৌঁছনো মুখের কথা নয়। অত্যন্ত বিপদসংকুল হওয়ায় সেখানে যাওয়ার ঝুঁকি নিতে পারছেন না শেরপারা। আবহাওয়া খারাপ হওয়ায় দেহ উদ্ধারের সম্ভাবনা আরও কমেছে। কারণ এভারেস্টের চূড়ার কাছাকাছি প্রবল হাওয়া বইছে। সঙ্গে রয়েছে তুষারঝড়ের আশঙ্কা। ফলে চিহ্নিত করা গেলেও এই মরসুমেই আদৌ গৌতম ঘোষের দেহ ফেরানো সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধার হয়েছে পরেশ নাথের দেহও। সাউথ কলের কাছে একটি ফাঁকা জায়গায় দেহটি পড়ে থাকতে দেখেন শেরপারা। তাঁরা দেহটি তুলে নিয়ে আসেন ক্যাম্প ৪-এ। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় দেহ নিচে আনা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেবলমাত্র মৃত সুভাষ পালের দেহ নিয়ে নিচে নামছেন ৬ শেরপার উদ্ধারকারী দল। এদিকে ধৌলাগিরি অভিযানে অক্সিজেনের অভাব ও স্নো ব্লাইন্ডনেসের শিকার হয়ে মৃত বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ এদিন কাঠমান্ডুতে উড়িয়ে আনা হয়। সেখানে দেহের ময়নাতদন্তের পর সম্ভবত শনিবার তা কলকাতায় ফিরিয়ে আনা হবে।