দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার ২৯ জন পূর্ণমন্ত্রী, ৮ জন প্রতিমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মুখ্যমন্ত্রীর ইচ্ছা মেনে শুক্রবারে রেড রোডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী অশোক গজপতি রাজু ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, ডিএমকে সাংসদ কানিমোঝি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেও সাক্ষী রইলেন এই শপথগ্রহণ অনুষ্ঠানের। নীল-সাদায় একাকার রেড রোডের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা, পরিচালক, প্রযোজক। এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ক্রীড়াবিদ থেকে শুরু করে সুভাষ চন্দ্র, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, সঞ্জীব গোয়েঙ্কার মত শিল্পপতিরা। আর ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। যাঁরা ভিতরে প্রবেশ করতে পারেননি তাঁরা বাইরে থেকেই অনুষ্ঠান চাক্ষুষ করার চেষ্টা করেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত। আকাশপথে ছিল ড্রোনের নজরদারিও।